নেত্রকোণায় শরৎ উৎসব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১১:২৮
ছবি: বাসস

নেত্রকোণা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : নেত্রকোণার দুর্গাপুরে কথা, কবিতা ও গানে গানে অনুষ্ঠিত হয়েছে শরৎ উৎসব ১৪৩২।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সোমেশ্বরী নদীর কাশবাগানে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। সংগঠনের সভাপতি পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মামুন রণবীর। 

এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন মুকুল, কবি ও চিন্তক এনামূল হক পলাশ, সাংবাদিক পল্লব চক্রবর্তী, এডভোকেট মানেশ সাহা, কবি জীবন চক্রবর্তী, কবি জন ক্রসওয়েল খকসি, কবি দুনিয়া মামুন, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার, কাজল মিয়া, টুকন সরকার, সায়মন খান, জাহাঙ্গীর আলম রিপন এবং উমর ফারুক।

কবি এনামূল হক পলাশ বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, জনগণের সংস্কৃতি ছাড়া অন্য কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। সকল সংস্কৃতি একটি স্বতঃস্ফূর্ত ক্রিয়া। এগুলোর জন্ম বা মৃত্যু কারও হাতে নেই। বিগত সময়ে একটি গোষ্ঠী সংস্কৃতির নামে কর্তৃত্ববাদ কায়েম করেছিল। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। জনগণের সংস্কৃতি প্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ।

প্রথমবারের মতো সোমেশ্বরী নদীর চরে আয়োজিত এই অনুষ্ঠানে এসে অতিথিরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উৎসবে গান পরিবেশন করেন বাউল শিল্পী আরজ আলী এবং বাউল পথিক লোকমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১০