নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৩:৫২
ছবি : বাসস

নেত্রকোনা,৭ নভেম্বর,২০২৫ (বাসস) : নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় কার্ভাড ভ্যান চালক ইব্রাহিমও তার সহকারী সাব্বিরকে আটক করা হয়েছে। তাদের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়।

পুলিশ, এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে বারহাট্টা উপজেলার কাঁকুড়া এলাকার একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন ভ্যানটিকে আটকে ভেতরে কি আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে বিপুল পরিমাণ পণ্য দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে। ভ্যানটি তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল দেখতে পেয়ে ভ্যানটি জব্দ করে।

সন্ধ্যায় বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১৬৪ পিস লেডিস চাদর, ১১২৬ পিস থ্রিপিস, ৪৮০ পিস কাতান শাড়ি, ৭১৭ পিস জর্জেট শাড়ি, ৬০ পিস এক কালার শাড়ি। সর্বমোট ২৫৪৭ পিস ভারতীয় পণ্য।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের শ্রম ঘাটতি পূরণের উদ্যোগ বাংলাদেশের
ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি ৪৮৮ জন  
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খুলনায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
১০