
টাঙ্গাইল, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। আর এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশ কে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলন।
তিনি বলেন, বাংলাদেশের একমাত্র আধুনিক উদার ও গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে দীর্ঘ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করেছেন। আগামীতে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দেশের মানুষ কে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান, ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।