
নীলফামারী, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাবের জেলা শাখার আহবায়ক মো. সোহেলুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা ড্যাবের সদস্য সচিব মো. রেদোয়ান জুবায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শিহাবুজ্জামান চৌধুরী, জেলা যুবদলের নেতা আল নোমান পারভেজ, সানাউল হক প্রমুখ।