নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৮:৩২

নীলফামারী, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাশেদ পারভেজ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে নীলফামারী- সৈয়দপুর সড়কে জেলা সদরের দাড়োয়ানী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ পারভেজ জেলা শহরের কলেজপাড়া মহল্লার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন।

এ ঘটনায় খোকা ইসলাম (২৪) ও মোরছালিন ইসলামকে (২৩) নামের আরও দু’জন আহত হয়েছেন। 

পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্যেশ্যে শহরের বাসা থেকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে দারোয়ানী নামক স্থানে একটি ইজিবাইককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছনদিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে ছিঁটকে পড়ে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ পারভেজ ও মো. খোকা ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাশেদ পারভেজ মারা যান।

একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ঘাতক বাসটি সনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১০