খুলনায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১৬:২৯
ছবি : বাসস

খুলনা, ৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা নগরীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খালিশপুর থানার ১০ নং ওয়ার্ডের নয়াবাটী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ সংসদ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল আসন্ন জাতীয় নির্বাচনকে ‘জনগণের স্বার্থের নির্বাচন’ আখ্যা দিয়ে  বলেন, এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’এই নীতির ওপর ভিত্তি করেই জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে চায়। কারণ কেবল জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারই পারে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটে উদ্বিগ্ন জাতিসংঘ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু 
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ৩
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ করল ইইউ
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
যেভাবে হ্যান্ডবল পৌঁছেছে অভিভাবকদের ডাইনিং টেবিলে
১০