ক্ষুদ্র কৃষকদের উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার সার্ক কৃষি কেন্দ্র ও গাকের

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:১৯
ছবি: সার্ক কৃষি কেন্দ্রের ফেসবুক পেইজ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস): সার্ক কৃষি কেন্দ্র এবং বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

কৃষিতে উদ্ভাবন, সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

আজ শনিবার সার্ক কৃষি কেন্দ্রের একটি প্রতিনিধিদল বগুড়ায় গাক-এর প্রধান কার্যালয় পরিদর্শন করে। এই সফরটি দক্ষিণ এশীয় উন্নয়ন তহবিল (এসডিএফ) অর্থায়নে পরিচালিত আঞ্চলিক প্রকল্প ‘দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র কৃষকদের জীবিকা উন্নয়ন : ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা ও মূল্য শৃঙ্খলা উন্নয়নকেন্দ্রিক উদ্যোগ’-এর সমাপনী কর্মশালার ধারাবাহিক অংশ।

বৈঠকে উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. হারুনূর রশিদ এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী। গাকের পক্ষ থেকে সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম সংস্থার চলমান কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের উপস্থাপনা দেন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন গাকের পরিচালক (আইসিটি ও আরএম) মো. রায়হানুস সাদাত, সহকারী পরিচালক (যোগাযোগ ও ডকুমেন্টেশন) মো. জিয়া উদ্দিন সরদার এবং সার্ক কৃষি কেন্দ্র, এসডিএফ ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর কর্মকর্তারা।

প্রকল্পের দেশভিত্তিক ফোকাল পয়েন্ট হিসেবে বাংলাদেশ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসার উদ্ভাবনী মডেল সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

কৃষকদের প্রযুক্তি, বাজার ও আর্থিক সেবার সহজপ্রাপ্তি বাড়িয়ে টেকসই কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খলা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ও গাক একসঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে।

ড. হারুনূর রশিদ বলেন, “আঞ্চলিক সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংগঠনের পারস্পরিক অংশীদারিত্বই ক্ষুদ্র কৃষকদের জীবনমান উন্নয়নের মূল চালিকা শক্তি। এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সার্ক কৃষি কেন্দ্র ও গাক ভবিষ্যতেও কৃষিতে উদ্ভাবন, গ্রামীণ জীবিকা শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০