
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বেসরকারি খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির (পিএসডিপিসিসি) ১৫তম সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ডিজিটালাইজেশনের মাধ্যমে ব্যবসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বাংলাদেশের উত্তরণের পর উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
সভার শুরুতে ১৪তম পিএসডিপিসিসি সভার ৩৭টি সুপারিশের মধ্যে ১৫টি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
বাস্তবায়িত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আংশিক রপ্তানিকারকদের জন্য কাঁচামাল শুল্কমুক্ত আমদানির সুযোগ সংক্রান্ত এসআরও জারি, ট্যানারি খাতে ব্যবহৃত রাসায়নিকের ওপর শুল্ক হ্রাস এবং বাংলাদেশ ব্যাংকের ইস্ক্রো নীতি প্রবর্তন।
এছাড়া, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতি প্রণয়ন এবং কোম্পানি আইন সংশোধনের কাজও এগিয়ে চলছে। অনানুষ্ঠানিক ব্যবসার ডেটাবেস (ডিবিআইডি) ব্যবহারের মাধ্যমে ই-কমার্স ও অনানুষ্ঠানিক উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
ফেরদৌস আরা বেগম বলেছেন, আরো কাজ করতে হবে বিশেষ করে চামড়া খাতের উন্নয়ন ও সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে।
মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, কিছু প্রস্তাব এখনো বাস্তবায়ন হয়নি। সরকার নাগরিক সেবার জন্য সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম চালু করেছে। যার মাধ্যমে এখন ট্রেড লাইসেন্স ইস্যু করাসহ ১২টি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে।
নীতিমালা সংস্কার প্রসঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে আমদানি নীতি আদেশ (আইপিও) সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন। যাতে সব শিল্পখাতে রপ্তানিকারকদের জন্য ব্যাক-টু-ব্যাক এলসি’র বিপরীতে ইউডি/ইউপি ঘোষণা নিশ্চিত করা যায়।
মুখ্য সচিব বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে, কোম্পানি আইন ১৯৯৪ সংশোধনের কাজ ১৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। তিনি সব নির্দেশনার বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের ওপর জোর দেন এবং ইউডি/ইউপি প্রক্রিয়া ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত নীতিমালা সহজীকরণের জন্য বিশেষায়িত কমিটি গঠনের আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেছেন, নতুন আমদানি নীতি আদেশ ইতোমধ্যে দুই সপ্তাহ আগে মন্ত্রিপরিষদ বিভাগে মন্তব্যের জন্য প্রেরণ করা হয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেছেন, ই-কমার্স নীতিমালাটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২৫-এর সঙ্গে একীভূতভাবে বাস্তবায়ন করা হবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী, বিল্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি মো. শাহীন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।