নীলফামারীর নীলসাগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৮
আজ নীলফামারীর নীলসাগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। ছবি : বাসস

নীলফামারী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত নীলসাগরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দুই কোটি ১৭ লাখ টাকা ব্যয়ের প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের মধ্যে রয়েছে সৌন্দর্যবর্ধনে গাইড ওয়াল, রাস্তা, দর্শনার্থীদের বসার স্থান এবং নীল দীঘির ঘাট নির্মাণ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সদর উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে নীলসাগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নীলসাগরের সৌন্দর্য বর্ধণ এবং আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এলজিইডির প্রকল্প ছাড়াও জেলা পরিষদের অধীনে ৫০ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে, নীলসাগরের পানির ওপর দৃষ্টিনন্দন গোলঘর ও নীলসাগড় পাড়ে পাখিদের দৃষ্টিনন্দন অভয়াশ্রম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
১০