সাভারে ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণের টাকা আত্মসাৎ : ১০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৯:০২

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস) : সাভারে ‘এস্টাবলিশমেন্ট অব এ ৫০ বেডেড ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিল্যারি ফ্যাসিলিটিজ’ প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং তদন্ত করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মাহমুদা আক্তার। মামলাটি ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দায়ের করা হয়।

মামলার অভিযুক্তরা হলেন- রাকাব ট্রেড কর্পোরেশনের ঠিকাদার ও প্রোপ্রাইটার হাবিবুর রহমান, নাসিমা আক্তার, ‘এস্টাবলিশমেন্ট অব এ ৫০ বেডেড ফাইলেরিয়া হাসপাতাল উইথ অ্যানসিল্যারি ফ্যাসিলিটিজের’ প্রকল্প পরিচালক আ ন ম রোকন উদ্দিন, মো. হারুন-অর-রশীদ, আইএসিআইবি’র  সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হকসহ অন্যান্যরা।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নিয়ে ভুয়া ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সনদ, পে-অর্ডার ও অভিজ্ঞতা সনদপত্র দাখিল করে উক্ত হাসপাতাল ভবন নির্মাণের কার্যাদেশ লাভ করেন। পরবর্তীতে টেন্ডারের শর্ত মোতাবেক কাজ সম্পন্ন না করেই এবং ভবন হস্তান্তর না করেই ২ কোটি ৮১ লাখ ২০ হাজার ২৪ টাকা আত্মসাৎ করেন।

এছাড়া তারা হাসপাতাল ভবনের জন্য অনুমোদিত ৪টি আইটেমের কোনো মালামাল সরবরাহ না করেও ৫০ লাখ ৯৫ হাজার ৭৮৫ টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করেন। ফলে মোট আত্মসাতের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮০৯ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
১০