
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক বলেছেন, যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি।
আজ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলার ছয় নম্বর পূর্ব গৌড়িপুর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এম এ মালিক বলেন, গত ১৫ বছরে দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়ন স্থবির হয়ে আছে। বিএনপি সরকার গঠন করলে, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলব।
দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং কয়েকটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এম এ মালিক বলেন, ‘আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশকে ভালোবাসি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে উন্নয়নের বাংলাদেশ গড়ে উঠবে।’
এ সময় বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা বিএনপি’র সহ-ক্ষ্দ্রু ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।