আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৪৩

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে ১২ দলীয় জোট।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ের জোটের পক্ষে এই চিঠি জমা দেওয়া হয়।

জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে নিজেদের দলীয় প্রতীক ব্যবহার করতে হবে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে চিঠিতে আপত্তি জানানো হয়েছে। 

এতে বলা হয়, এই পরিবর্তন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ১২ দলীয় জোটের এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য দলের প্রতীক নিয়ে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এটা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার।

চিঠিতে আরও বলা হয়েছে, জোটবদ্ধ দলগুলোর পছন্দ অনুযায়ী প্রতীক চাওয়ার অধিকার আছে। সেভাবেই এত দিন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাতে কোনো সমস্যা হয়নি। আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে বলে মনে করে ১২ দলীয় জোট।

এতে বলা হয়, জোটবদ্ধ হয়ে রাজনীতি ও নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী নিজ দল বা জোটের যেকোন দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুন্ন করার সুযোগ নেই। 

তাই আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠির মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানান জোটের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার উদ্বোধন
উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পেয়েছে রিপাবলিকান পার্টি  
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ 
রংপুর নাট্য কেন্দ্রের ২৭তম বার্ষিকী উদযাপিত
২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার 
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে তিন হরিণ শিকারী আটক 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭১৪ মামলা
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
১০