ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৪৯ মামলা

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গতকাল বুধবার ৫ নভেম্বর ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ছয়টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৭৪ টি সিএনজি ও ১৭৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৭১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ১৯ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, তিনটি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, পাঁচটি ট্রাক, নয় টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, চারটি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭ টি বাস, ১৫ টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ৯৯ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১১৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮০ টি গাড়ি ডাম্পিং ও ১২৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এক মাসে ১ লাখ ২৫ হাজার ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ডিএনসিসি
ইসি শতভাগ প্রস্তুত: ফেব্রুয়ারির প্রথমভাগেই সংসদ নির্বাচন সম্ভব
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
১০