হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৬:২৪
ছবি: সংগৃহীত

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ড থেকে সম্প্রতি এক নবজাতককে পরিবারবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

শিশুটির পাশে একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল— পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। ঘটনাটি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলে’-এর সদস্যরা শিশুটিকে দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং শিশুটির চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. ফজলুল রহমানের সঙ্গে যোগাযোগ করেন। 

তিনি নবজাতকের সর্বোচ্চ চিকিৎসা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান।

বিএনপির নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেলের পক্ষ থেকে শিশুটির জন্য প্রয়োজনীয় শিশু সুরক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহায়তা সেলের সদস্য ডা. মো. জিয়াউল হক, ডা. মাসতুরা বেগম, ডা. নূর জামান সরকার, ডা. তামান্না নুসরাতসহ দিনাজপুর মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত মার্চে বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে যথাক্রমে স্বাস্থ্য ও আইনি সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করে নিপীড়িত নারী ও শিশু সহায়তা সেল গঠন করা হয়। 

এই সেল গঠনের পর থেকেই দেশব্যাপী বিভিন্ন নারী ও শিশু নিপীড়নের ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে তারুণ্যের উৎসব ঘিরে সাইকেল শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান 
ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হলেন বাংলাদেশের চপল
শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক সমাবেশ ছত্রভঙ্গ প্রসঙ্গে ডিএমপির বক্তব্য
দিনাজপুরে তারুণ্যের উৎসব ডিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান
দেড় বছরে কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি: আমীর খসরু
বরিশালের বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুলসহ দু’জন কারাগারে
চট্টগ্রাম বিমানবন্দরে অবৈধ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা
চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি বাজারে কমলো ৫ পণ্যের দাম
১০