রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

বাসস
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গতকাল দিনব্যাপী বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলো— সোহাগ (১৯), নাঈম (২১), নাসের আহমেদ সুমন (৪৮), মোবারক  (২১), শাহরিয়ার আলম নাফিস (১৮), সোহাগ হাওয়ালদার (৩৪), কোরবান (৩০), আকাশ (১৯), শেফালী (৪০), মরিয়ম (২১), নয়ন (২৪), ইমন ওরফে কানা ইমন (২০), বিনি ইয়ামিন পিয়াস (২৬), শামীম (৩০), আব্দুর রাজ্জাক (৩০), আব্দুল হামিদ (৬০) ও  আব্দুর রহমান (৪৫)।

এতে বলা হয়, মোহাম্মদপুর থানা পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, দু’টি ককটেল এবং মানব পাচার আইনে একজন শিশু ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
সিলেটে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি: আইএমএফ
শিগগিরই মুড়িকাটা পেঁয়াজ বাজারে চলে আসবে: কৃষি উপদেষ্টা
গত বছর যক্ষ্মায় ১২ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংসদ নির্বাচন: আরো ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ রোববার
রাজশাহীতে বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
১০