বিভেদ দূর না হলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে : ইশরাক হোসেন

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২১:১২ আপডেট: : ২২ নভেম্বর ২০২৫, ২১:১৮
ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে নিজেদের মধ্যকার বিভেদ দূর করে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিগত সতেরো বছরে আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, জাতিকে অধীনস্ত করার চেষ্টা করেছিল।

ইশরাক হোসেন বলেন, যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশকে কোনো দেশের দাস হতে দেব না।

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে নির্বাচনের বিকল্প নেই। পতিত স্বৈরাচার খুনি হাসিনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তার নির্দেশে গুপ্ত সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে।

তিনি অভিযোগ করেন, এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে আমি বলছি- আওয়ামী লীগ নামক দল এই দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গত বছরের গণহত্যায় খুনি হাসিনা ও যারা গুলি চালিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, বাংলাদেশের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা তা প্রতিহত করবো।

ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ, আব্দুস সালাম, জয়নুল আবদিনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্যান্য নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আজ আবারো মৃদু ভূমিকম্প
আগামীকাল ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত
রাজধানীর কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান
ভূমিকম্প পরবর্তী ঢাবি ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে জরুরি সভা
ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ
আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন : আবদুল হালিম
ঢাকা-থিম্পু সম্পর্ক জোরদারে শীর্ষ পর্যায়ের আলোচনা 
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত 
উচ্চশিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রাম বিমানবন্দরে ১৯৯ কার্টুন সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ 
১০