খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন : দুলু

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩
পৌরসভার এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট কর্মসূচি উদ্বোধন করেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু । ছবি : বাসস

লালমনিরহাট, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাবুপাড়া (পুরান সিনেমা হল) এলাকার এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, দেশের মানুষ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিবাচক গুণাবলি ও ত্যাগ মানুষকে উজ্জীবিত করে-যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কারের এই মানবিক কাজ যদি কোনো সওয়াব অর্জন করে, তবে সেই উপলক্ষ্যে মহান সৃষ্টিকর্তা যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।

কর্মসূচিতে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপি সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক
সুদানের ইউএন ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত
ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সুবর্ণজয়ন্তী উদযাপন
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি
অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত : রিজভী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
ডিএমপি কমিশনারকে নিয়ে ফটো কার্ড তৈরি; গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সাংস্কৃতিক বিনিময়ে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : চসিক মেয়র
১০