বিআইডিএস উন্নয়ন সম্মেলন শুরু কাল

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০২ আপডেট: : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত দুই দিনব্যাপী ‘বার্ষিক বিআইডিএস উন্নয়ন সম্মেলন (এবিসিডি)-২০২৫’ আগামীকাল রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে শুরু হচ্ছে।

এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র ও উন্নয়ন’।

উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিষয় ও বিতর্ক বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট গবেষকদের গবেষণাকাজ উপস্থাপন করার একটি মাধ্যম হিসেবে কাজ করবে এই আন্তর্জাতিক সম্মেলন।

দুই দিনব্যাপী সম্মেলনে ছয়টি একাডেমিক সেশনে মোট ২০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে শিল্পায়ন, শ্রমবাজার, স্বাস্থ্যখাত, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি রূপান্তর।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক বিশেষ বক্তব্য রাখবেন উপদেষ্টা।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন বিআইডিএস মহাপরিচালক প্রফেসর ড. এ কে এনামুল হক।

সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত হবে ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক একটি প্যানেল আলোচনা।

প্যানেল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিআইডিএস মহাপরিচালক প্রফেসর ড. এ কে এনামুল হক।

প্যানেলে আলোচনায় অংশগ্রহণ করবেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর,  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল ফেলো সুলতান হাফিজ রহমান, বিআইডিএস’র সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব), মনজুর হোসেন।

সম্মেলনের বিভিন্ন একাডেমিক সেশনে শিল্পখাত, শ্রমবাজার, জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃষি এবং স্বাস্থ্যখাত সংক্রান্ত গবেষণা উপস্থাপন করা হবে। খাদ্য ব্যবস্থা, পরিবেশগত স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা বিষয়ক গবেষণা উপস্থাপন করা হবে আইএফপিআরআই-এর সেশনটিতে।

এ সম্মেলনে বিআইডিএস, আইএফপিআরআই, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি, ইউনিভার্সিটি অব লিডস এবং ইউনিভার্সিটি অব বাথ-এর গবেষকরা অংশ নেবেন। 

বন্যা মোকাবিলা, জলবায়ু বান্ধব কৃষি, স্বাস্থ্যখাত, পেনশন ব্যবস্থা, যুব কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০