হারানো ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ২০:০৫
হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে ডিএমপি পল্টন মডেল থানা পুলিশ।। ছবি: ডিএমপি

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন কারণে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত নভেম্বর মাসে ৪৩ টি মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। হারানো মোবাইলগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধারে মতিঝিল জোনের এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
 
গত ৩ ডিসেম্বর পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে উদ্ধারকৃত ৪৩টি মোবাইল মালিকদের নিকট হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিগত ১১ মাসে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৫ শতাধিক হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নলছিটিতে ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
শ্যামনগর থেকে দেশীয় পিস্তলসহ মাদক উদ্ধার
বার্লিনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূত
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন ২০১৭ সালের পর সর্বোচ্চ পর্যায়ে: জাতিসংঘ
ওসমান হাদির ওপর হামলাকারীর সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ ডিএমপির
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের
কেরানীগঞ্জের জামেলা টাওয়ারের অগ্নিকাণ্ডস্থলে বিজিবি মোতায়েন
১০