তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় লক্ষ্মীপুর জেলাজুড়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিকদল ও জনসাধারণের মাঝে উৎসব-মুখর পরিবেশ। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১১ ডিসম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় লক্ষ্মীপুর জেলাজুড়ে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিকদল ও জনসাধারণের মাঝে উৎসব-মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণার পর জেলার ৫টি উপজেলার প্রত্যেকটি হাট-বাজার,পাড়া-মহল্লায়, বাসস্টেশন থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সকল শ্রেণি-পেশার মানুষ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছেন।

এদিকে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ সচেতন নাগরিক সমাজ।   

পাশাপাশি রাতে লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে চকবাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বাজার রোড প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে করেন।

এসময় তারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে পৌর বিএনপি, জেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শহরের উত্তর তেমহুনী থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক শেষে দক্ষিন তেমহুনী গিয়ে শেষ হয়। 

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তফশিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ গুম-খুন, নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ভোট দিতে পারেনি। তফসিল ঘোষণার পর দেশের সকল শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, এবার অবশ্যই ভোট হবে। 

তিনি বলেন, এতদিন সাধারণ মানুষ উৎকণ্ঠার মধ্যে ছিল, ভোট হবে কি না? ভোটের নির্ধারিত তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণ ভোটের উৎসবের অপেক্ষায় রয়েছে।

দেশের জনগন আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের মার্কায় নিজেদের ভোট দিতে পারবেন।

জেলা জামায়াতের আমির আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়া তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন,‎ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাই। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ নির্বাচনের অপেক্ষায়। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণ যোগ্য হবে এটাই আমাদের বিশ্বাস। 

লক্ষ্মীপুর জেলা সুজনের সাধারন সম্পাদক মাসুদুর রহমান খাঁন ভুট্টু বলেন, নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোটারেরা ভোট দিতে পারবেন, এ বিষয়টি নির্বাচন কমিশনার এবং সরকার নিশ্চয়তা দিতে পারলেই উৎসব-মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে কোনো বাধা থাকবে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০