খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০০:৪৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বৃহস্পতিবার খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতর করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার খুলনা নগরীর ১৬নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতী মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনো দিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি এ দেশের জনগণের দল, মুক্তিযুদ্ধের দল।

তিনি বলেন, বিএনপিকে সাফল্য দেবে ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন। দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মীদের লড়াই করতে হবে। 

এদিকে বাদ মাগরিব সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাইতুল্লাহ জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনার দোয়া মাহফিলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন করার মধ্যে দিয়ে এ দেশের গণ-মানুষের নেতা হয়েছেন, গ্রামের নেতা হয়েছেন। এই কারণে বিএনপিকে গণ-মানুষের দল বলা হয়। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, সেটাই এখন আমাদের প্রত্যশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০