
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
পাশাপাশি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান তারা। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে উৎসাহ না পায়।
শুক্রবার যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, নির্বাচনী প্রচারকালে ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলা অত্যন্ত আতঙ্কজনক ও উদ্বেগজনক। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন তারা। বিবৃতিতে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন গণসংহতি আন্দোলনের নেতারা।