বাসস
  ৩০ জুলাই ২০২৩, ১৬:১৫

রাসমাস হোলান্ডকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে ইউনাইটেড

লাস ভেগাস, ৩০ জুলাই ২০২৩ (বাসস/এএফপি) : সিরি-এ ক্লাব আটালান্টার স্ট্রাইকার রাসমাস হোলান্ডকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ৬৪ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তিতে হোলান্ডকে দলে ভেড়াতে রাজী হয়েছে ইউনাইটেড। এর সাথে বোনাস ও অন্যান্য সব মিলিয়ে আরো ৮ মিলিয়ন পাউন্ড যোগ হবে।
এনিয়ে এবারের গ্রীষ্মে তৃতীয় বড় চুক্তিতে ড্যানিশ এই স্ট্রাইকারকে ওল্ড ট্রাফোর্ডে আনতে যাচ্ছে। এর আগে চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্ড ও ইন্টার মিলানের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা।
২০ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডের সাথে স্বাক্ষর করতে যাচ্ছেন। 
২০২২ সালের আগস্টে অস্ট্রিয়ান ক্লাব স্টার্ম গ্রাজ থেকে ১৭ মিলিয়ন ইউরোতে আটালান্টায় যোগ দিয়েছিলেন হোলান্ড। গত মৌসুমে সিরি-এ লিগে ৩২ ম্যাচে তিনি ৯ গোল করেছেন। 
যদিও এ সম্পর্কে ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ সাংবাদিকদের কিছু বলতে রাজী হননি। লাস ভেগাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এ সম্পর্কে প্রশ্ন করা হলে টেন হাগ বলেন, ‘অন্য একটি ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকা কোন খেলোয়াড় সম্পর্কে আমি কোন কথা বলতে পারিনা।’
যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন মাউন্ট ও ওনানার সাথে নতুন এক ফরোয়ার্ড দলে যোগ হতে পারেন। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানে দলকে ফিরিয়ে আনার লক্ষ্যে এই মুহূর্তে ইউনাইটেডে স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন, ‘এই দল নিয়ে গত মৌসুমে আমরা ভিত্তি গড়েছি। এখন আমাদের সঠিক খেলোয়াড়দের খুঁজে নিতে হবে। এক্ষেত্রে আমি মনে করি আন্দ্রে ওনানা ও ম্যাসন মাউন্টকে নিয়ে আমরা যেভাবে সফল হয়েছি, এখন একজন স্ট্রাইকার প্রয়োজন।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে ছিল ইউনাইটেড, কিন্তু গোল করেছে মাত্র ৫৮টি। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে যা ৩৬ গোল কম। টেন হাগ তার ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। গত আসরে প্রিমিয়ার লিগে রাশফোর্ড ১৭ গোল করেছিলেন, সব মিলিয়ে ৫৬ ম্যাচে করেছেন ৩০ গোল। এ সম্পর্কে ইউনাইটেড বস বলেন, ‘গতবার রাশফোর্ড ভাল খেলেছে। কিন্তু আরো এক মৌসুম ভাল যাবে এর কোন নিশ্চয়তা নেই। সে কারনেই সবকিছুই সঠিক ভাবে হতে হবে। প্রতিটি অনুশীলনে তাকে সেরাটা দিতে হবে। নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। সে কারনেই আমরা রাশফোর্ডের কাছ থেকে আরো গোল আশা করছি। ইতোমধ্যেই সে নিজেকে প্রমান করেছে। কিন্তু পরবর্তী ধাপে যাবার নিশ্চয়তা তাকে দিতে হবে।’
আগামী ১৪ আগস্ট ওল্ড ট্রাফোর্ডে উল্ফসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে ইউনাইটেড।