কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল মনে করছেন হার্মিসন

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সদ্যই শেষ হলো অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে দ্বন্দ্বে জড়ান ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাস।

আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তিও পেতে হয়েছে কোহলি। কিন্তু ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন মনে করেন, আচরণবিধি ভঙ্গের কারণে কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিলো আইসিসির।

মেলবোর্নে টেস্টের প্রথম দিন ম্যাচের দশম ওভার শেষে অভিষিক্ত কনস্টাসের সাথে অশোভন আচরণ করেন কোহলি। ওভার শেষে কনস্টাসের পাশ দিয়ে হেঁটে যাবার সময় তাকে ধাক্কা দেন কোহলি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় দু’জনের মধ্যে। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেন কনস্টাসের ওপেনিং সঙ্গী উসমান খাজা ও আম্পায়ার মাইকেল গফ।

এ ঘটনায় আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের  অপরাধের দ. কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

কিন্তু শুধুমাত্র জরিমানা নয়, কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিলো বলে জানান হার্মিসন। টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে হার্মিসন বলেন, ‘কোহলি সেখানে  নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। সে যা করেছে, এজন্য কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল।’

কোহলিকে কেন নিষিদ্ধ করা উচিত ছিলো, সেই ব্যাখাও দিয়েছেন হার্মিসন, ‘আপনারা জানেন আমি কোহলিকে কতটা পছন্দ করি এবং এই খেলাটির জন্য কী করেছে সে। কিন্তু সীমা আছে, যেটা আপনি অতিক্রম করতে পারেন না।’

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৫ বলে ৬০ রান করেন কনস্টাস।

অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। টানা দ্বিতীয়বারের মত ফাইনালের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ বছরের ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০