কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল মনে করছেন হার্মিসন

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সদ্যই শেষ হলো অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে দ্বন্দ্বে জড়ান ভারতের বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাস।

আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তিও পেতে হয়েছে কোহলি। কিন্তু ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন মনে করেন, আচরণবিধি ভঙ্গের কারণে কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিলো আইসিসির।

মেলবোর্নে টেস্টের প্রথম দিন ম্যাচের দশম ওভার শেষে অভিষিক্ত কনস্টাসের সাথে অশোভন আচরণ করেন কোহলি। ওভার শেষে কনস্টাসের পাশ দিয়ে হেঁটে যাবার সময় তাকে ধাক্কা দেন কোহলি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় দু’জনের মধ্যে। পরে তাদের সেখান থেকে সরিয়ে নেন কনস্টাসের ওপেনিং সঙ্গী উসমান খাজা ও আম্পায়ার মাইকেল গফ।

এ ঘটনায় আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের  অপরাধের দ. কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

কিন্তু শুধুমাত্র জরিমানা নয়, কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিলো বলে জানান হার্মিসন। টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে হার্মিসন বলেন, ‘কোহলি সেখানে  নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। সে যা করেছে, এজন্য কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল।’

কোহলিকে কেন নিষিদ্ধ করা উচিত ছিলো, সেই ব্যাখাও দিয়েছেন হার্মিসন, ‘আপনারা জানেন আমি কোহলিকে কতটা পছন্দ করি এবং এই খেলাটির জন্য কী করেছে সে। কিন্তু সীমা আছে, যেটা আপনি অতিক্রম করতে পারেন না।’

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৫ বলে ৬০ রান করেন কনস্টাস।

অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। টানা দ্বিতীয়বারের মত ফাইনালের টিকিট পায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ বছরের ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০