বাসস
  ১১ আগস্ট ২০২৩, ১৬:২৯

জাপানীজ ফরোয়ার্ড নাকামুরাকে দলে নিল রেইমস

লিলি (ফ্রান্স), ১১ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : পাঁচ বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরো ব্যয়ে জাপানীজ ফরোয়ার্ড কেইতো নাকামুরাকে অস্টিয়ান ক্লাব এলএএসকে থেকে দলে ভিড়িয়েছে লিগ ওয়ানের ক্লাব রেইমস। ফরাসি ক্লাব সূত্র এই ঘোষনা দিয়েছে।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড সব ধরনের প্রতিযোগিতায় এলএসকে’র হয়ে ২০ গোল করেছেন। লিলি ছাড়াও তাকে দলে পেতে অন্য আরো কিছু শীর্ষ ক্লাব আগ্রহ জানিয়েছিল। 
রেইমসে নাকামুরা তার জাতীয় দলের সতীর্থ জুনিয়া ইতোর সাথে যোগ দিচ্ছেন। 
গত মৌসুমে ফরাসি লিগ টেবিলের ১১তম স্থানে থেকে আসর শেষ করেছির রেইমস। আর্সেনাল থেকে ফোলারিন বালোগানের ধারের চুক্তি শেষ হয়ে যাবার পর রেইমস এখনো তাদের আক্রমনভাগ শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 
এ বছরের শুরতে জাপানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে নাকামুরার। জুনে এল সালভাদোরের বিরুদ্ধে তিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেছেন।