বরিশালে ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৪৮

বরিশাল, ১১ জানুয়ারী ২০২৫ (বাসস) : “এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশালে শুরু হয়েছে ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।  

শুক্রবার প্রধান অতিথি হিসেবে ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

জেলা প্রশাসন ও ফরমার ক্রিকেটার্স ক্লাবের আয়োজনে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা’র সহযোগিতায় জেলা আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিসসহ অসংখ্য খেলায় বরিশালের ছেলে-মেয়েরা দেশকে নেতৃত্ব দিচ্ছে। বরিশালের অনেক সন্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন দেশ-বিদেশে। 

এসময় সন্তানদের পড়াশুনার পাশাপশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়। 

জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলামের সঞ্চালণায় এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ক্রীড়া পরিদপ্তর পরিচালক মো. মোস্তফা জামান, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।  

ডিসি কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এ ১২টি দল অংশ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০