৭৬৭ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

চট্টগ্রাম, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : ‘সব বিপ্লবীদের প্রতি স্যালুট’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টলা রানার্সের আয়োজনে চট্টগ্রাম নগরে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘স্যাম বন্ড-সিআর-১০ কে ২০২৪’ ম্যারাথন প্রতিযোগিতা। বিভিন্ন বয়সভিত্তিক ছয় বিভাগে নারী-পুরুষ মিলিয়ে মোট ৭৬৭ জন পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন।

শুক্রবার সকাল ৬.১৫ টায় চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী সিআরবি থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। এরপর টাইগারপাস, লালখান বাজার মোড়, রেডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হয়ে চারপাকে ১০ কিলোমিটার ঘুরে ৭.৫৫ মিনিটে ম্যারাথন শেষ হয়।

আন্তর্জাতিক পদ্ধতিতে চিপ টাইমিং সিস্টেমে ইভেন্টের সকল প্রতিযোগীর সময় রেকর্ড করা হয় এবং বিজয়ী নির্ধারণ করা হয়। একশ মিনিটের মধ্যে প্রতিযোগিতা শেষ করা সব দৌড়বিদদের সম্মাননা হিসেবে পদক প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পদক প্রদান করেন চট্টগ্রামের হয়ে প্রথম এভারেস্ট পর্বত আরোহী ডা. বাবর আলী, চট্টগ্রামের প্রথম আয়রন ম্যান অ্যাথলেট শেখ নাহিদ উদ্দিন।

অনুষ্ঠানে এডভেঞ্চার স্পোর্টসে সফলতা অর্জনের জন্য চট্টগ্রামের তিন তরুণ ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। 

এবারের প্রতিযোগিতায় মূল বিভাগে ৭৬৭ জন প্রতিযোগীর মধ্যে ১ম স্থান লাভ করেছেন মোহাম্মদ সুজন (৩৭.২৩.৭১)। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণ করেছেন যথাক্রমে মো জাকির হোসেন (৩৮.৩৭.৪৫) ও মো: মুন্নিল ইসলাম (৩৮.৩৯.৭৯)। প্রতিযোগিতায় ৪র্থ ও ৫ম স্থান লাভ করেছেন আসাদুর রহমান মিয়া  (৩৯.৫৯.৭৯) ও মোহাম্মদ ইফতি (৪০.১৭.০১)।

সকল বয়সী নারী প্রতিযোগীদের মধ্যে ১ম হয়েছেন ফাতিমা সাদাতি ( ৫৮.৩০.৩১)। এই বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেছেন আজাদা আরিফি (৫৮.৪৪.১৩)। ৩য়, ৪র্থ ও ৫ম হয়েছেন  আসিফা রিজাই (৫৮.৪৯.০৩), মোওচিং মারমা এবং ফারসিতা বুসতানি।

৪০ থেকে ৪৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে ১ম হয়েছেন আবু মো জুলফিকাদ আজাদ ( ৪৬.২৯.২৩), ২য় হয়েছেন মো ইনামুল হক (৪৮.৩০.২৮) এবং ৩য় হয়েছেন মো শাহিন শেখ (৪৯.১০.০১) 

৫০ থেকে ৫৯ বছর বয়সী প্রতিযোগীর মধ্যে ১ম স্থান অর্জণ করেছেন মো তয়ইব (৪৭.৪১.২৫), ২য় ও ৩য় হয়েছেন  মো তোফাজ্জল হোসেন (৫১.০৩.৬৯) এবং নেপাল ভৌমিক (৫১.১৭.৯৮)।

৬০ বা তার ঊর্ধ্ব বয়সীদের মধ্যে ১ম হয়েছেন মৃদুল কান্তি সিংহ (৫৭.৪৭.১২)। ২য় হয়েছেন মো সাইদ হোসেন (৬২.০২) এবং ৩য় হয়েছেন স্বাধীন দাস (৭১.০৯)।

১৪ থেকে ১৮ বছরের নিচে ১ম হয়েছেন মাহফুজুর রহমান (৩৯.১৮.৩৯), ২য় ও ৩য় স্থান অর্জণ করেছেন আসাদুর রহমান মিয়া (৩৯.৫৯.৭৫) এবং আকিফ আবিদ আকিল (৪৪.২৪.৬৬)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্যাম ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, ট্র্যাভেল প্যো’র স্বত্বাধিকারী মোহাম্মাদ দেলোয়ার, চট্টলা রানার্স’র উপদেষ্টা প্রদীপ দেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০