বাসস
  ১২ আগস্ট ২০২৩, ১৫:১৬

হালান্ডের জোড়া গোলে জয় দিয়ে লিগের নতুন মিশন শুরু করল ম্যানসিটি

বার্নলি (যুক্তরাজ্য), ১২ আগস্ট, ২০২৩ (বাসস/এএফপি) : সাড়া জাগানো পারফর্মেন্সের মাধ্যমে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছেন আর্লিং হালান্ড। গতকাল প্রমোটি বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে  জয় পাওয়া ম্যাচে দুই গোল করেছেন নরওয়েজিয়ান এই তারকা।
প্রথমার্ধে হাান্ডের দুই গোলের পর সিটির হয়ে শেষ গোলটি করেন রড্রি। এর মধ্যমে পুর্ন পয়েন্ট নিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের নতুন মিশন শুরু করল পেপ গার্দিওলার শিষ্যরা।
যোগ দেওয়ার পর গত  মৌসুমেই  সিটির হয়ে  ৫২ গোল করেছেন হালান্ড। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন হালান্ড।  গতকালের ম্যাচ শুরুর তিন মিনিট পরেই গোল করে সিটিজেনদের এগিয়ে দেন ২৩ বছর বয়সি হালান্ড।  রড্রির ক্রসের বল চতুর্থ মিনিটে দারুন দক্ষতায় জালে জড়ান তিনি।
বিরতিতে যাবার  নয় মিনিট আগে (৩৬ মি. ) ফের দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে সিটিজেনদের দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন হালান্ড। বিরতির পর অবশ্য সাময়িকভাবে সফরকারী সিটিজেনদের কিছুটা চাপে ফেলে দিয়েছিল স্বাগতিক বার্নলি। তবে কোন রকম অঘটনের শিকার হতে হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের। ম্যাচের শেষভাগে ফের পরিকল্পিত আক্রমনের মাধ্যমে নিজেদের আধিপত্য পুনরুদ্ধার করে ম্যানসিটি। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে  ফ্রি কিক থেকে গোল করে ম্যানসিটিকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেন রড্রি।
তবে সিটির ম্যাচ জয়ের রাতে হতাশার খবর  অধিনায়ক কেভিন ডি ব্রুইনার ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে সদ্য মাঠে ফেরা বেলজিয়ান ওই তারকা প্রথমার্ধের মাঝপথেই ফের ইনজুরির কবলে পড়েছেন। নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে ডি ব্রুইনাকে।
গোলের ব্যবধান বেড়ে যাওয়ার পরও বার্নলিকে একেবারে কোনঠাসা করতে পারেনি সিটিজেনরা। সাবেক সিটি তারকা ভিনসেন্ট কম্পানির তত্বাবধানে দারুন আবয়ব পাওয়া দলটি শেষ মুহুর্ত পর্যন্ত পাল্লা দিয়ে লড়েছে সিটিজেনদের সঙ্গে। সিটিতে থাকাকালে দারুন এক নজির গড়ে আসা এই কম্পানিরই একটি মুর্তি বর্তমানে শোভা পাচ্ছে সিটির ইত্তেহাদ স্টেডিয়ামের বাইরে।