বাসস
  ১৪ আগস্ট ২০২৩, ১৬:১৪

ফুটবল ইতালি: মানচিনির পদত্যাগ

রোমা, ১৪ আগস্ট, ২০২৩ (বাসস/এএফপি): ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি  জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবার্তো মানচিনি। গত বছর বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া দলটির ইউরো ২০২৪ বছাইপর্বে খেলতে নামার একমাস আগেই এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
ইতালীয় ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল রাতে তারা একটি পত্র পেয়েছেন’ যেখানে বিস্ময়করভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মানচিনি।’ ৫ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন ইতালীয় কোচ।
বিজ্ঞপ্তিতে ফেডারেশন আরো জানায়, ‘উত্তর মেসিডোনিয়া ও  ইউক্রেনের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচের গুরুত্বের কারণে আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করবে এফআইজিসি। ব্যক্তিগত দক্ষতার চেয়ে একটি দলে পরিণত হয়ে ২০২০ ইউরো জয় করেছিল ইতালী। আজ্জুরিদের ইতিহাসের একটি গুরুত্বপুর্ন অধ্যায়ের ইতি ঘটছে।’
সাবেক আন্তর্জাতিক তরকা মানচিনির অধীনে ইতালি  ২০২০ ইউরো’র শিরোপা জয় করলেও ২০২২ কাতার বিশ^কাপের চুড়ান্ত পর্বে দলটিকে পৌঁছে দিতে পারেননি তিনি।’ পুর্বের কোন সতর্কবার্তা ছাড়া মানচিনির আকস্মিক পদত্যাগের এই সিদ্ধান্তটি ইতালি  ফুটবল দলের জন্য একটি বড় ধাক্কা।
চলতি মাসের শুরুতেই ইতালি  অনুর্ধ্ব-২১ এবং অনুর্ধ্ব -২০ দলের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৫৮ বছর বয়সি কোচ মানচিনি। দেশটির  সাবেক ডিফেন্ডার আন্দ্রে বারজাগলি ও কিংবদন্তী গোল রক্ষক জিয়ানলুইজি বুফন জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে যোগ দেয়ার কয়দিন পরেই মানচিনির এই পদত্যাগের ঘটনাটি ঘটল।
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মানচিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছি। দলটির হয়ে ইউরো জয়ের বিরল সফরতা আমি কখনো ভুলতে পারব না। এটি ছিল আমার জন্য দারুন সম্মানের বিষয়।’