বাসস
  ১৫ আগস্ট ২০২৩, ১৫:৫৬

ইংলিশ লিগ: কর্ষ্টাজিত জয়ে শুরু ম্যান ইউ’র

লন্ডন, ১৫ আগস্ট, ২০২৩ (বাসস) : ঘাম ঝড়ানো জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এবারের মৌসুম শুরু করলো ম্যানচেষ্টার ইউনাইটেড। গতরাতে নিজেদের প্রথম ম্যাচে ম্যান ইউ ১-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ফরাসী  ডিফেন্ডার রাফায়েল ভারানে।
নিজেদের মাঠে ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামে গত মৌসুমে তৃতীয় হওয়া ম্যানচেষ্টার ইউনাইটেড। ১১ মিনিটে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিলো দলটি । মধ্যমাঠ থেকে অ্যান্থনির পাসে বল পেয়ে উলভারহ্যাম্পটনের গোলমুখে শট মার্কাস রাশফোর্ডর নেয়া  শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উলভারহ্যাম্পটনের গোলরক্ষক জোসে সা।
১৮ মিনিটে প্রথম আক্রমন চালায় উলভাহ্যাম্পটন। পেড্রো নিতোর ক্রস থেকে হেড নেন হোসে গোমেজের শট জাল খুঁজে পায়নি।
২৬ মিনিটে আবারও গোলের ভালো সুযোগ হাতছাড়া করে উলভাহ্যাম্পটন। ডি বক্স থেকে স্ট্রাইকার পাবলো সারাবিয়ার শট ম্যান ইউর গোলবার ঘেষে চলে যায়।
এরপরর  ৩৮ মিনিটে উলভারহ্যাম্পটনে সীমানায় আক্রমনে যায় ম্যান ইউ। মধ্যমাঠ থেকে আক্রমন রচনা করেন অ্যান্থোনি। তার ক্রস থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে বল উলভাহ্যাম্পটনের গোলবারের উপর দিয়ে মারেন ব্রুনো।
প্রথমার্ধে আক্রমন-পাল্টা আক্রমনে ব্যস্ত থাকলেও গোলের দেখা পায়নি ম্যান ইউ-উলভাহ্যাম্পটন।
গোলশূন্যভাবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বলের দখল নেয়ার চেষ্টা চালায়র দুই দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই থেকে উলভাহ্যাম্পটনকে চাপে রাখে ম্যান ইউ। প্রথম পাঁচ মিনিটে তিনটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি তারা।
অবশেষে ৭৬ মিনিটে গোলের দেখায় পায় ম্যান ইউ। বাতাসে ভাসিয়ে দেয়া মিডফিল্ডার ওয়ান বিসাকার পাসে হেডে ২০২২ সালের পর প্রথম  গোল করেন ভারান। 
গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে উলভারহ্যাম্পটন। মধ্যমাঠ দখলে নিয়ে আক্রমনে ধারে ম্যান ইউ’কে চাপে রাখে তারা। ৮১ থেকে ৮৫ মিনিটে তিনবার বল নিয়ে ম্যান ইউ গোলেমুখে আক্রমন করলেও, প্রতিপক্ষের বক্সের ভেতর সেগুলো মুখ থুবড়ে পড়ে।
ইনজুরি সময়ের সপ্তম মিনিটে পেনাল্টির দাবিও উঠে। কিন্তু ভিআরএ-এর সিদ্ধান্তে পেনাল্টি পায়নি উলভাহ্যাম্পটন। শেষ পর্যন্ত  ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ম্যানচেষ্টার ইউনাইটেড।