বাসস
  ১৫ আগস্ট ২০২৩, ১৬:০২

সৌদি প্রো লিগ: রোনালদোকে ছাড়া হার দিয়ে লিগ মৌসুম শুরু করলো আল নাসর

সৌদি আরব, ১৫ আগস্ট ২০২৩ (বাসস) : হার দিয়ে সৌদি প্রো ফুটবল লিগ শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। গতরাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ হেরেছে আল নাসর। ইনজুরির কারনে এ ম্যাচেস খেলতে পারেননি দলের সেরা তারকা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।
গত শনিবার আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ কাপ ফাইনালে ইনজুরিতে পড়েন  রোনালদো। তার দেয়া জোড়া গোলে ফাইনাল ২-১ গোলে জিতে শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলো আল নাসর। ঐ ইনজুরির কারনে লিগ মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো।
রোনালদো না থাকলেও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় আল নাসর। ৫ মিনিটে গোল করেন আল নাসরকে এগিয়ে দেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার সাদিও মানে। আলি আল হাসানের পাস থেকে গোল করেন মানে।
প্রথমার্ধের বাকী সময়ে গোলের জন্য মরিয়া থাকলেও স্কোর দ্বিগুন করতে পারেনি আল নাসর। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় তারা। গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় আল ইত্তিফাক।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আল নাসরকে চেপে ধরে আল ইত্তিফাক। প্রথম মিনিটের গোলে ম্যাচে সমতা আনে আল ইত্তিফাক। কর্ণার থেকে উড়ে আসা বলে গোল করেন রবিন কোয়াইসন।
৫২ মিনিটে আল ইত্তিফাককে এগিয়ে দেন মুসা ডেম্বেলে। মাঝমাঠ থেকে বল পেয়ে আল নাসরের বক্সে প্রবেশ করে বাঁ-পায়ের শটে গোল করেন ডেম্বেলে। ২-১ গোলে এগিয়ে যায় আল ইতিফাক।
ম্যাচের বাকী সময়ে গোলের জন্য ঘাম ঝড়ালেও স্ট্রাইকারদের ভুলে আর ম্যাচে ফিরতে পারেনি আল নাসর। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই  করে মাঠ ছাড়তে হয় গেল বারের রানার্স-আপদের।