বাসস
  ১৫ আগস্ট ২০২৩, ১৭:৪৯

টেস্ট থেকে অবসর নিলেন চার ম্যাচ খেলা হাসারাঙ্গা

কলম্বো, ১৫ আগস্ট ২০২৩ (বাসস) : টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন শ্রীলংকার লেগ-স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘ করতেই টেস্ট থেকে অবসরের সিদ্বান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী হাসারাঙ্গা। শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহি অ্যাশেলে ডি সিলভা আজ এ কথা নিশ্চিত করেছে।
তিনি বলেন, ‘আমরা তার সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমাদের সাদা বলের ক্রিকেটে হাসারাঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আমরা আত্মবিশ্বাসী ।’
সীমিত ওভারের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি আগ্রহী হওয়ায়  গেল দুই বছরে শ্রীলংকার টেস্ট দলে নিয়মিত খেলছেন না হাসারাঙ্গা। ২০২০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেকের পর ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। টেস্ট ফরম্যাটে ৪ ম্যাচ খেললেও, বল হাতে সুবিধা করতে পারেননি হাসারাঙ্গা। ১০০ দশমিক ৭৫ গড়ে মাত্র ৪ উইকেট শিকার করেন তিনি। ব্যাটিংয়ে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৯৬ রান করেন হাসারাঙ্গা। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪৪ ম্যাচে ১০২ উইকেট আছে তার।
সাম্প্রতিকালে টেস্ট সিরিজের আগে শ্রীলংকার বেশ কিছু অনুশীলন ক্যাম্পে নেয়া হলেও শেষ পর্যন্ত  টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি হাসারাঙ্গা। শ্রীলংকার হয়ে ঐসব অনুশীলনে থাকার কারনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ থেকে বঞ্চিত হন তিনি। সর্বশেষ যুক্তরাস্ট্রের মেজর লিগ শুরুর সপ্তাহখানেক আগে  আসর থেকে নিজেকে সরিয়ে নেন হাসারাঙ্গা।
সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলংকার অন্যতম বড় অস্ত্র হাসারাঙ্গা। ৪৮ ওয়ানডেতে ৬৭ উইকেট ও ৫৮ টি-টোয়েন্টিতে ৯১ উইকেট নিয়েছেন তিনি। ২০১৭ সালে গল-এ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে হ্যাট্টিক করেছিলেন হাসারাঙ্গা।