বাসস
  ১৬ আগস্ট ২০২৩, ১৪:৫৭

ব্রেন্টফোর্ড গোলরক্ষক রায়াকে দলে নিল আর্সেনাল

লন্ডন, ১৬ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : ব্রেন্টফোর্ড গোলরক্ষক ডেভিড রায়াকে এক বছরের জন্য  ধারে দলে নিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে স্প্যানিশ এই গোলরক্ষককে মূল দলে জায়গা করে নিতে হলে এ্যারন রামসডেলের সাথে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। 
২৭ বছর বয়সী রায়া গত মৌসুমে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে পুরো ৩৮টি ম্যাচই খেলেছেন। দারুন পারফরমেন্স দিয়ে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছেন। ধারে খেলতে আসার আগে আর্সেনাল তাকে ৩০ মিলিয়ন পাউন্ড প্রস্তাব দিয়েছিল বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এখন ধারে তিনি ৩ মিলিয়ণ পাউন্ডে উত্তর লন্ডনের ক্লাবটিতে নাম লিখিয়েছেন। মৌসুম শেষে ২৭ মিলিয়ণ পাউন্ডে রায়ার সাথে আর্সেনাল স্থায়ী চুক্তি করতে পারবে। 
এ সম্পর্কে আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর এডু বলেছেন, ‘এক বছরের ধারে আমরা ডেভিডকে আর্সেনালে স্বাগত জানিয়েছি। সে একজন বিশ^মানের গোলরক্ষক, যিনি ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লিগে ধারাবাহিক পারফর্ম করেছেন। ডেভিড আসাতে আমাদের দলের মান আরো বেড়েছে। সব ধরনের প্রতিযোগিতায় আমরা সেরা মানের পারফরমেন্স দেখাতে পারবো বলেই আমার বিশ^াস।’
শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে মৌসুমের প্রথম ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে রায়াকে স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গেছে।
২০২১ সালে শেফিল্ড ইউনাইটেড থেকে আসার পর আর্সেনালের হয়ে দারুন পারফর্ম করছেন রামসডেল। কিন্তু গানার্স বস মিকেল আর্তেতা ফরেস্টের কাছে ব্যাক-আপ গোলরক্ষক ম্যাট টার্নারকে ছেড়ে দেবার পর রামসডেলের সহযোগী হিসেবে অন্য কাউকে খুঁজছিলেন। রায়া আসাতে ২৫ বছর বয়সী রামসডেল প্রচন্ড চাপে থাকবেন বলে অনেকে মন্তব্য করেছেন। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে৬২  ম্যাচে রায়া ২০টিতে কোন গোল হজম করেননি। সব ধরনের প্রতিযোগিতায় ব্রেনফোর্ডের হয়ে তিনি ১৬১টি ম্যাচ খেলেছেন। 
ধারে আর্সেনালে এলেও  রায়া ব্রেন্টফোর্ডের সাথে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন।