বাসস
  ২২ আগস্ট ২০২৩, ১৫:০৩

টিনএজার ওমোরোডিওনকে দলে ভেড়ালো এ্যাথলেটিকো মাদ্রিদ

মাদ্রিদ, ২২ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : ১৯ বছর বয়সী স্ট্রাইকার সামু ওমোরোডিওনকে গ্রানাডাকে থেকে দলে নেবার বিষয়টি নিশ্চিত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ।
স্প্যানিশ অনুর্ধ্ব ১৯ দলের আন্তর্জাতিক এই খেরোয়াড় পাঁচ বছরের চুক্তিতে এ্যাথলেটিকোতে যোগ দিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যমের দাবী এই স্ট্রাইকারের সাথে ৬ মিলিয়ন ইউরোতে এ্যাথলেটিকোর চুক্তি হয়েছে।
নাইজেরিয়ান বংশোদ্ভূত ওমোরোডিওন গত ১৪ আগস্ট এ্যাথলেটিকোর বিপক্ষে গ্রানাডার হয়ে লা লিগায় অভিষিক্ত হয়েছে। ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে তিনি গ্রানাডার হয়ে একমাত্র গোলটি করেছেন। 
এ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘আমরা ছেলেটির খেলা দেখেছি, প্রীতি ম্যাচেও তাকে খেলতে দেখেছি। তার মধ্যে অন্যধরনের এক প্রতিভা আছে, সম্ভাবনা আছে।’
ক্লাবের ওয়েবসাইটে এ্যাথলেটিকো বলেছেন, ‘ওমোরোডিওন বেশ দ্রুত গতির একজন খেলোয়াড়। আমাদের দলে সে বাড়তি উদ্দীপনা নিয়ে এসেছে।’
স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এবারের মৌসুমে এ্যাথলেটিকো হয়তোবা তাকে ধারে অন্যত্র ছেড়ে দিতে পারে।