বাসস
  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

তামিমকে বিদায়ী বার্তা সতীর্থদের

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর দীর্ঘদিনের সতীর্থরা শুভেচ্ছা, অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন তামিমকে। এই তালিকায় দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ, বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ আরও অনেকেই আছেন। 

তামিমকে বাংলাদেশ ক্রিকেটের দূত হিসেবে অভিহিত করে নিজের ভেরিফাইড পেজে মুশফিক লিখেছেন, ‘তামিম, তোমার এই অবসরের সময়ে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত সেটি বলছি। দোস্ত তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটি আমি সব সময় মনে রাখব, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে। এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসা বোঝা যায়। অবসর শুভ হোক, দোস্ত। মাঠে তোমাকে মিস করব। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

ক্রিকেট মাঠে মুশফিকের মত তামিমের দীর্ঘদিনের সঙ্গী মাহমুদুল্লাহ। বিদায় বেলায় তামিমকে শুভ কামনা জানাতে ভুল করেননি তিনি। নিজের ভেরিফাইড পেজে তামিমের সাথে ক্রিজে ব্যাট করার ছবি দিয়ে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘তামিম, দীর্ঘ এবং দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে সুন্দর সব অর্জনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তোমার অর্জন অনেক এবং বাংলাদেশ দলে অবদানও প্রচুর। আমার মনে হয় বাংলাদেশ দলের হয়ে এটাই আমাদের শেষবার একসাথে ব্যাট করার ছবি। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের এবং মাঠ ও মাঠের বাইরে অনেক স্মৃতি আমাদের। অবসর সুখের হোক এই কামনা করি এবং ভবিষ্যতের জন্যও শুভকামনা রইল। তোমার অবদান সব সময় মনে থাকবে।’

পাকিস্তানের মাটিতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিমকে দলে ফেরার অনুরোধ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। কিন্তু শান্তর ইচ্ছা পূরণ হচ্ছে না। তামিমকে শুভকামনা জানিয়েছেন শান্তও। তামিমের সাথে নিজের একটি ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সাথে ড্রেসিং রুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অনেক কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

তিনি আরও লিখেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করবো। আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।’

তামিমের সঙ্গে বহু ম্যাচে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। তামিমের সাথে ১০৬ ম্যাচ খেলেছেন তিনি। খেলার মাঠে তামিমকে মিস করার কথা জানিয়েছেন সৌম্য, ‘নতুন শুরুর জন্য শুভকামনা। অবসর মানে শেষ নয়, এটা সুন্দর এক নতুন অধ্যায়ের শুরুও। সামনের অভিযাত্রা উপভোগের। অবসর শুভ হোক, ভাই। মাঠে আপনাকে মিস করব।’