বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৬:১৪

জয় দিয়ে শুরু বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের

চেষ্টার লি স্ট্রিট, ৩১ আগস্ট ২০২৩ (বাসস) : বোলারদের নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড।
গতরাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।
চেষ্টার লি স্ট্রিটে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ইংল্যান্ড। পাওয়ার প্লেতে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ২১, ডেভন কনওয়ে ৩ ও টিম সেইফার্ট ৯ রানে আউট হন।
শুরুর চাপটা মিডল অর্ডার ব্যাটাররাও কাটিয়ে উঠতে পারেননি। ৩৮ বল খেলে চার বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ  ৪১ রান করেন গ্লেন ফিলিপস। 
শেষ দিকে ইশ সোধির ১২ বলে ১৬ ও এডাম মিলনের ৯ বলে ১০ রানে শেষ পর্যন্ত ২০ ওভারে  ৯ উ্ইকেটে ১৩৯ রানের  সম্মানজনক সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের লুক উড ও অভিষিক্ত ব্রাইডন কার্সে ৩টি করে উইকেট নেন।
১৪০ রানের টার্গেটে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার জনি বেয়ারস্টোকে ৪ রানে বিদায় নেন নিউজিল্যান্ড অধিনায়ক-পেসার টিম সাউদি। এর মাধ্যমে  বাংলাদেশ  অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী স্থান দখল করেন সাউদি। ১১১ ম্যাচে সাউদির শিকার এখন ১৪১টি এবং ১১৭ ম্যাচে সাকিব নিয়েছেন ১৪০ উইকেট।
এরপর তিন নম্বরে নামা ডেভিড মালানের সাথে জুটি বেঁধে পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে ৬১ রান এনে দেন ওপেনার উইল জ্যাকস। সপ্তম ওভারে ব্যক্তিগত ২২ রানে থামেন ১২ বল খেলা জ্যাকস। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন  জ্যাকস-মালান জুটি।
তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ইংল্যান্ডের জয়ের পথ সহজ করেন মালান ও হ্যারি ব্রুক। ৩৪ বলে ৫৪ রান যোগ করেন তারা। টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৪ রানে আউট হন মালান। ৪২ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
দলীয় ১১৬ রানে মালান ফিরলে ১৪তম ওভারেই লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ব্রুক। ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৪৩ রান করেন ব্রুক। ৪ বলে অপরাজিত ১০ রান করেন লিভিংস্টোন। ২৩ রানে ৩ উইকেট নিয়ে অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংলিশ পেসার কার্সে।
আগামীকাল ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।