তামিমকে ধন্যবাদ জানালো বিসিবি

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:০৭

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য ওপেনার তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় তামিমের। এরপর বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান তামিম।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষনা দেন।

দেশসেরা ওপেনার তামিমের প্রতি শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃখের মুহূর্ত এবং বিশ্বের কোটি কোটি ভক্তও একইরকম অনুভব করবে। আন্তার্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সেরা দূত তামিম।’

ফারুক আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চির কৃতজ্ঞ। দুর্দান্ত অবদানের জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তামিমকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছি।’
বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। তিন ফরম্যাট মিলিয়ে ২৫টি সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের মাইলমলকও স্পর্শ করেন তামিম।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তামিম। টি-টোয়েন্টিতে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে চারটি ওয়ানডে বিশ্বকাপ (২০০৭-২০১৯), ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭-২০১৬) এবং একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন তামিম।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তামিম। এরমধ্যে ৩৭টি ওয়ানডে ও একটি টেস্টে দলকে নেতৃত্ব দেন। ওয়ানডে ২১ জয় ও ১৪ হার এবং একমাত্র টেস্টে তামিমের অধীনে হারে টাইগাররা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
ঝটিকা মিছিল : গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামজাসহ ৪ জন কারাগারে
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান
হবিগঞ্জে তিনটি ক্লিনিককে জরিমানা
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
জবি সংলগ্ন এলাকায় যানজট নিরসনে সভা অনুষ্ঠিত
১০