পথশিশুদের নিয়ে সিলেটে বিপিএলের সোনালী ট্রফি উন্মোচন

বাসস
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:১৩

সিলেট, ১১ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারোতম আসরের সোনালী ট্রফি উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে এবার প্রথমবারের মতো সিলেট থেকে ট্রফিটি উন্মুক্ত করা হয়।

আজ শনিবার ট্রফি বিকেলে পথশিশুদের নিয়ে লাল বাক্সে মোড়ানো কাঙ্ক্ষিত ট্রফি উন্মোচন করা হয়। হোটেল গ্র্যান্ড সিলেট প্রাঙ্গনে শিশুদের নিয়ে উন্মোচন করেন সিলেট স্ট্রাইকার্সের স্বত্বাধিকারি স্মিতা চৌধুরী ও বেলাল আহমেদ মুরাদ।

এ সময় স্মিতা চৌধুরী বলেন, ‘আজকের দিনটি সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরবের। কারণ প্রথমবারের মতো বিপিএলের ট্রফি সিলেটের মাটিতে এলো। সিলেটে ক্রিকেট ভক্ত অনেক বেশি এবং ক্রিকেটের জন্য মাঠে দর্শকদের ভালোবাসায় অনেক। তাই সিলেট স্ট্রাইকার্সের মাধ্যমে ট্রফিটি উন্মোচন হচ্ছে যাতে সিলেটবাসী কাছ থেকে স্বপ্নের এই ট্রফি দেখতে পারেন। এর মাধ্যমে ট্রফিটি সারাদেশের মানুষের কাছে উন্মুক্ত হলো।’

সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ বলেন, ‘সিলেটের মানুষ খেলার প্রতি খুবই আন্তরিক। একটা ট্রফি জয় মানুষকে আরো বেশি উৎসাহী করে তুলবে। আশাকরি এবার সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হবে।’

৩১ ডিসেম্বর ঢাকার মিরপুরে বিপিএলের এগারোতম আসরের উদ্বোধন হয়। ৬ জানুয়ারি সিলেট পর্বের খেলা শুরু হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত চার দিনে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চার ম্যাচ খেলে গতকাল শুক্রবার ঢাকাকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স, যা ছিল মাঠভরা সিলেটের দর্শকদের সবচেয়ে বড় পাওয়া।

আজ শনিবার সিলেট পর্বে কোনো খেলা নেই। বিভিন্ন দলের খেলোয়াড়রা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন। আবার অনেকেই হোটেলে বিশ্রাম নিয়েছেন। বিরতির দিনে সিলেটবাসীকে প্রথমবার সোনালি ট্রফি দেখিয়ে নতুন অধ্যায় সৃষ্টি হলো।

বিকেল সাড়ে তিনটায় পথ শিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচনের পর নগরে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০