বাসস
  ৩১ আগস্ট ২০২৩, ১৯:০৪
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২১:০৮

অভিষেকে শূন্য হাতে ফিরলেন তানজিদ

পাল্লেকেলে, ৩১ আগস্ট ২০২৩ (বাসস) : আজ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে  বাংলাদেশের ১৪৩তম খেলোযাড় হিসেবে অভিষেক হয় বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের।
২ বল খেলে শূন্য রানে আউট হন তানজিদ। বাংলাদেশের ১৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে শূন্য রানে আউট হলেন তিনি। তবে ৫০ ওভার ফর্মেটে ওপেনার হিসেবে বাংলাদেশের চতুর্থ ব্যাটার  তানজিদ শুন্য রানে আউট হলেন।  
পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মোহাম্মদ নাইমের সাথে ইনিংস শুরু করেন তানজিদ। প্রথম ওভারে কোন বল খেলার সুযোগ পাননি তিনি।
দ্বিতীয় ওভারে শ্রীলংকার স্পিনার মহেশ থিকশানার প্রথম বলে রক্ষা পেলেও  দ্বিতীয় ডেলিভারিতে লেগ বিফোর আউট হন তানজিদ। মিডল স্টাম্পের ডেলিভারিতে ব্যাট-বলের সংযোগ ঘটাতে পারেননি তিনি। শ্রীলংকার আবেদনে তানজিদকে আউট দেন নন- স্ট্রাইকের আম্পায়ার। রিভিউ না নিয়ে লেগ বিফোর আউটের সিদ্বান্ত মেনে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকেই শূন্যতে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ।