বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন আলবা

মাদ্রিদ, ২ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার জোর্দি আলবা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন আরএফইএফ’র পক্ষ থেকে  এ  কথা জানানো হয়েছে।
বার্সেলোনার সাবেক এই লেফট ব্যাক বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। জুনে উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ী স্পেন দলকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। 
২০১১ সালে স্পেনের হয়ে অভিষেক হওয়া আলবা জাতীয় দলের জার্সি গায়ে ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৯ গোল করেছেন।
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১২ সালে ইতালির বিপক্ষে ইউরো ফাইনালে গোল করে  লা রোজাদের শিরোপা জয়ে তিনি ভূমিকা রাখেন। 
এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘জাতীয় দলে দুর্দান্ত অবদান ্রাখান জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন আলবাকে ধন্যবাদ জানাচ্ছে।’
ক্লাব পর্যায়ে আলবার পজিশন দখল করা আলেহান্দ্রো বালডে জাতীয় দলেও লেফট-ব্যাক পজিশনে এখন অপরিহার্য্য হয়ে উঠেছেন।