বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১

এশিয়া কাপে নিজেদের সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের  

লাহোর, ৩ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : ওয়ানডে ফর্মেটে  এশিয়া কাপ ক্রিকেটে আজ  নিজেদের সর্বোচ্চ দলীয়  রানের ইনিংস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৬তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান করেছে বাংলাদেশ। যা  এশিয়া কাপে  টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
 এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৩ উইকেটে ৩২৬। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে এনামুল হকের সেঞ্চুরিতে ঐ স্কোর করেছিলো টাইগাররা। এনামুল ১০০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত  ম্যাচটি ৩ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
এবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে এশিয়া কাপে সর্বোচ্চ রান পায় বাংলাদেশ। মিরাজ ১১২ ও শান্ত ১০৪ রান করেন।
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড পাকিস্তানের। ২০১০ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৫ রান করেছিলো পাকরা। ম্যাচটি ১৩৯ রানে জিতেছিলো পাকিস্তান।