বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৩

ভারতের বিপক্ষে পাকিস্তানকে এগিয়ে রাখছেন বাবর

কলম্বো, ৯ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : এশিয়া কাপ সুপার ফোর-এ  আগামীকাল  ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ  ম্যাচে নিজ দলকেই এগিয়ে রাখছেন  পাকিস্তান অধিনায়ক বাবর আজম।তার মতে,  সম্প্রতি শ্রীলংকার কন্ডিশনে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে  কাল ভারতের বিপক্ষে পাকিস্তানই এগিয়ে থাকবে।
গত জুলাইয়ে শ্রীলংকার সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। এরপর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বিভিন্ন দলের হয়ে খেলেছে পাকিস্তানের বেশ কিছু খেলোয়াড়। এশিয়া কাপের আগ মুর্হূতে শ্রীলংকার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
সাফল্যকে সঙ্গী করে এশিয়া কাপে খেলতে নামে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুলতানে নেপালের বিপক্ষে রেকর্ড ২৩৮ রানের জয় পায় পাকিস্তান। পরের ম্যাচে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে ম্যাচটি বৃষ্টি কারনে পরিত্যক্ত হলেও পাকিস্তানী বোলাররা নিজেদের ঝালিয়ে নিতে সক্ষম হয়েছে।
সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখে পাকিস্তান। সাম্প্রতিকালে শ্রীলংকা ও পাকিস্তানের মাটিতে হওয়া ম্যাচগুলোতে শতভাগ সাফল্য পেয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান। এজন্যই ভারতের বিপক্ষে আগামীকাল সুপার ফোরের ম্যাচে পাকিস্তানই এগিয়ে বলে জানান বাবর। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান এবং শ্রীলংকায় যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছি সেটি দেখে আপনি বলতে পারেন, আমরা তাদের (ভারতের থেকে) চেয়ে এগিয়ে আছি।’
ভারতের বিপক্ষে কেন এগিয়ে পাকিস্তান, সেই ব্যাখাও দিয়েছেন বাবর। তিনি বলেন, ‘আমরা গত দুই মাস ধরে শ্রীলংকায় খেলছি। আমরা টেস্ট খেলেছি, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছি এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছি। সেটা বিবেচনায়  আমরাই এগিয়ে আছি।’
চলমান এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তানের তিন পেসার  শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২৩ উইকেট শিকার করেছেন আফ্রিদি-নাসিম ও রউফ। বোলারদের প্রশংসা করতে গিয়ে বাবর বলেন, ‘আমাদের শুরুটা ভাল হচ্ছে  এবং মিডল ওভারগুলোও  ভালো করার চেষ্টা করছি। গত ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) পেস বোলিং অলরাউন্ডারকে সুযোগ দিয়েছিলাম আমরা। বিভিন্ন কম্বিনেশনে খেলার চেষ্টা করছি এবং  নিজেদের জন্য জুত সই একটা কম্বিনেশনের চেস্টা করছি।  পেস বোলিং দিয়ে আমাদের সব ম্যাচই ভালভাবে শেষ করেছি। আমরা একটি দল হিসাবে সত্যিই ভাল খেলছি। এমনকি শেষ ম্যাচে ইফতিকে (ইফতিখার আহমেদ) বল দেওয়া হয়েছিলো এবং সেও ভাল বোলিং করেছে।’