বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৬

নিউজিল্যান্ড খেলোয়াড়দের বাবা-মা-স্ত্রী-সন্তানরা এবার বিশ্বকাপ দল ঘোষণা করলো

অকল্যান্ড, ১১ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : এক অভিনব উপায়ে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট দলের ১৫ সদস্যের নাম ঘোষনা করলো সেদেশের ক্রিকেট বোর্ড। 
বাংলাদেশ সময় আজ ভোরে নিজেদের ওয়েবসাইটে বিশ^কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করা পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম রিলসে বিশ^কাপ নিয়ে একটি ভিডিও পোষ্ট করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ভিডিওতে দেখা যাচ্ছে, যারা বিশ^কাপ দলে সুযোগ পেয়েছেন তাদের বাবা অথবা মা, স্ত্রী ও সন্তানরা ঐ খেলোয়াড়ের নাম, ক্যাপ বা জার্সি নম্বর ঘোষনা করছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।
রিলস ভিডিওতে শুরুতেই উইলিয়ামসনের নাম ঘোষনা করেন তার স্ত্রী ও সন্তান। উইলিয়ামসনের চার বয়সী মেয়ে ম্যাগি বলছেন, ‘১৬১ নম্বর, আমার বাবা উইলিয়ামসন।’
লিগামেন্টের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হলেও অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেই বিশ^কাপ দল ঘোষনা করেছে এনজেডসি। আগেই ঘোষনা করা হয়েছিলো, বিশ^কাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে খেলতে পারবেন না উইলিয়ামসন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক টম লাথাম।
দলে সুযোগ হয়নি দুই পেসার কাইল জেমিসন-এডাম মিলনে ও ব্যাটার ফিন অ্যালেনের। বিশ^কাপ দলে রাখা হয়েছে জেমস নিশাম ও উইল ইয়ংয়ের। অ্যালেনের জায়গায় সুযোগ হয়েছে ইয়ংয়ের। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরও দলে রাখা হয়েছে পেসার ট্রেন্ট বোল্ট ও নিশামকে।
পেস অ্যাটাকে জেনুইন চার পেসার রেখেছে নিউজিল্যান্ড। বোল্টের সাথে থাকছেন টিম সাউদি, লুকি ফার্গুসন ও ম্যাট হেনরি। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ড্যারিল মিচেল ও নিশাম।
ভারতের উইকেটের কথা মাথায় রেখে তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের সাথে থাকছেন ইশ সোধি ও তরুন রাচিন রবীন্দ্র। অ্যাকিলিস ইনজুরির কারনে বিশ^কাপ দলে সুযোগ হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। তাতেই কপাল খুলেছে নিশামের।
এই নিয়ে চতুর্থবারের মত বিশ^কাপ খেলবেন উইলিয়ামসন ও সাউদি। প্রথমবারের মতো বিশ^কাপ মঞ্চ মাতাবেন মার্ক চাপমান, ডেভন কনওয়ে, মিচেল, গ্লেন ফিলিপস, রবীন্দ্র ও ইয়ং।
আগামী ২৮ অক্টোবরের মধ্যে ঘোষিত বিশ^কাপ দলে পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ঘোষিত দলে পরিবর্তন আনতে হলে অনুমোদন লাগবে আইসিসির।
৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ^কাপ। উদ্বোধনী ম্যাচে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ^কাপের ফাইনালে খেলেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
বিশ^কাপের জন্য নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।