বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১২

ক্লাসেন ঝড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

সেঞ্চুরিয়ন, ১৬ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : ব্যাটার হেনরিচ ক্লাসেনের ব্যাটিং ঝড়ে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।  ক্লাসেনের  রেকর্ড গড়া ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে  দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৬৪ রানে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ৮৩ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্লাসেন। 
সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা ছিলো না দক্ষিণ আফ্রিকার। সেঞ্চুরিয়নে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারদের দৃঢ়তায় ২৫ দশমিক ১ ওভারে ৩ উইকেটে ১২০ রান পায়  দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ৪৫, রেজা হেনড্রিক্স ২৮ ও রাসিন ভ্যান ডার ডুসেন ৬২ রান করেন। ২৬তম ওভারে উইকেটে আসেন ক্লাসেন।
প্রথম ২৮ বলে ২৯ রান তুলেন পাঁচ নম্বরে নামা ক্লাসেন। ৩৮ বলে করেন হাফ-সেঞ্চুরি। ৫৭ বলে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেন  ক্লাসেন। ৭৭তম বলে দেড়শতে পৌঁছান এই ডান হাতি ব্যাটার। ইনিংসের শেষ বলে মার্কাস স্টয়নিসের বলে আউট হবার আগে ১৭৪ রানের টর্নেডো  ইনিংস খেলেন ক্লাসেন। পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সাথে ৯৪ বলে ২২২ রানের জুটি গড়েন তিনি । এতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের এটিই  দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান । ওয়ানডেতে সবচেয়ে সর্বোচ্চ  সাত বার ৪শ রান করার রেকর্ডের মালিক এখন দক্ষিণ আফ্রিকা।  
৮৩ বল খেলে ১৩টি করে চার-ছক্কায় ২০৯ দশমিক ৬৩ স্ট্রাইক রেটে ১৭৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ক্লাসেন। ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৮২ রান করেন মিলার।
পাঁচ নম্বরে বা তার নীচে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ক্লাসেন। সর্বোচ্চ রানের স্কোর ভারতের কপিল দেবের। ১৯৮৩ সালের বিশ^কাপে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে নেমে ১৭৫ রান করেছিলেন কপিল। ২৫তম ওভারের পর উইকেটে এসে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন ক্লাসেন।
যেকোন উইকেটে দ্রুততম ২শ রানের জুটির বিশ^ রেকর্ড গড়েছেন মিলার-ক্লাসেন। আগেরটি ছিলো জশ বাটলার ও ইয়োইন মরগানের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২২ বলে ২০৪ রান করেছিলেন তারা। শেষ ১০ ওভারে ১৭৩ রান করে বিশ^ রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।  
ক্লাসেন-মিলারের ব্যাটিং তান্ডবে দিশেহারা ছিলো অস্ট্রেলিয়ার বোলিং। রান বন্যার ইনিংসে ৭৯ রানে ২ উইকেট নিয়ে অসিদের সেরা বোলার পেসার জশ হ্যজেলউড। তবে লজ্জার রেকর্ডে শামিল হয়েছেন স্পিনার এডাম জাম্পা। ১০ ওভারে ১১৩ রান দিয়ে উইকেট শূণ্য থাকেন তিনি। ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ  রান খরচায়  অস্ট্রেলিয়ার পেসার মিক লুইসের পাশে নাম লেখান জাম্পা। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়েও উইকেটের দেখা পাননি লুইস।
৪১৭ রানের বিশাল টার্গেটে জ¦লে উঠতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৩৪ দশমিক ৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে একাই লড়াই করেছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৯টি চার ও ৪টি ছক্কায় ৭৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ৪টি ও কাগিসো রাবাদা ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ক্লাসেন।
সিরিজ নির্ধারনী পঞ্চম  ম্যাচে আগামীকাল জোহানেসবার্গে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।