বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন দুর্ঘটনায় আহত পিএসজি গোলরক্ষক রিকো

প্যারিস, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস/এএফপি) : চলতি মৌসুমেই মাঠে নামার আশা করছেন অশ্বারোহনের সময় দুর্ঘটনায় আহত প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) গোলরক্ষক সার্জিও রিকো। ঘোড়ায় চড়তে গিয়ে গুরুতর আহত হওয়ার মাত্র চার মাস পর গতকাল শনিবার এমন আশাবাদ ব্যক্ত করেছেন এই স্প্যানিশ ফুটবল তারকা।
দূর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যাওয়া এই গোল রক্ষক দুর্ঘটনার তিন মাস পর গত আগস্টে সেভিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পান। পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘ আগামী ২২ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা করা হবে। দেখা হবে সুস্থ হওয়ার সঠিক পথে  আছি কিনা। আশা করছি একটি ভালো খবর পাব এবং ডাক্তার আমাকে স্বাধীনভাবে খেলাধুলা বা এ জাতীয় কিছু করার অনুমতি দিবে, যার সুবাদে আমি দ্রুত পিএসজিতে ফিরতে পারব। 
আমি শেষ পর্যন্ত এটাই চাই এবং আমার লক্ষ্য চলতি মৌসুম শেষ হবার আগেই দলে ফিরে যাওয়া।’
 দূর্ঘটনার পর ২৮ মে ভির্জেন দেল রোসিও হাসপাতালে ভর্তি হন রিকো। বেশ কয়েকদিন কোমায় থাকার পর ৫ জুলাই পর্যন্ত নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।