বাসস
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৯

গোঁড়ালির অস্ত্রোপচারের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে মিলানের ডিফেন্ডার কালডারা

মিলান, ১৯ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : গোঁড়ালির অস্ত্রোপচারের কারনে আগামী ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন ইতালিয়ান সেন্টার-ব্যাক মাত্তিয়া কালডারা। তার ক্লাব  এসি মিলানের পক্ষ থেকে  এ কথা জানানো হয়েছে।
সফল অস্ত্রোপচার শেষে আগামী তিন মাস অন্তত কালডারাকে বিশ্রামে থাকতে হতে পারে বলে জানিয়েছে মিলান।
শনিবার ইন্টার মিলানের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হবার আগে কোচ স্টিফানো পিওলি কালডারার গোঁড়ালির সমস্যার ইঙ্গিত দিয়েছিলেন।
দুই বছর ধারে রেলিগেটেড ভেনেজিয়া ও স্পেজিয়ায় খেলার পর এবারের গ্রীষ্মে আবারো মিলানে ফিরেছেন ২৯ বছর বয়সী কালডারা। এবারের গ্রীষ্মে মিলান তাকে দল থেকে ছেঁটে ফেলার চেষ্টা করা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের দলে তার অন্তর্ভূক্তি অনেককেই বিস্মিত করেছে।