বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৯

গোঁড়ালির ইনজুরিতে পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ডি জং

বার্সেলোনা, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (বাসস/এএফপি) : গোঁড়ালির ইনজুরির কারনে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি জং। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম এই দাবী জানিয়েছে।
ডাচ এই আন্তর্জাতিক মিডফিল্ডার শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগায় বার্সেলোনার ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে ইনজুরিতে আক্রান্ত হন।  
এক বিবৃতিতে বার্সেলোনা নিশ্চিত করেছে ডি জং ডান গোঁড়ালিতে চোট পেয়েছেন। তবে কতদিন তাকে বাইরে থাকতে হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
আগামী ৪ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না ডি জং। এছাড়া ২৮ অক্টোবর লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতেও তার খেলা সম্ভাবনা নেই বললেই চলে।
উরুর ইনজুরিতে মাঠের বাইরে থাকা মিডফিল্ডার পেড্রির জন্য এখনো অপেক্ষায় আছে বার্সেলোনা। তবে সেল্টার বিরুদ্ধে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে বদলী বেঞ্চ থেকে দলে ফিরেছেন সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজো।