বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৮

এশিয়াড: ফুটবলে বড় পরাজয় বাংলাদেশ নারী দলের

হাংজু, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (বাসস): জাপানের কাছে বড় হারের পর এবার ভিয়েতনামের কাছেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ চীনের ওয়েংজু অলিম্পিক স্পোর্টস সেন্টর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ডি’ গ্রুপের ম্যাচে র‌্যাংকিংয়ের উপরের সারির দল ভিয়েতনামের  ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে সাবিনারা।
টানা এই দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশের নারীরা। অপরদিকে এই জয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভিয়েতনাম। গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের ফলাফলের চেয়ে খেলার অভিজ্ঞতা অর্জনটাই  বড় ছিল বাংলাদেশের জন্য। এখন নেপালকে হারাতে পারলেই গেমসে বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে।
একচেটিয়া আধিপত্য বিস্তার করে  খেলা ভিয়েতনাম ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। বাকী চার গোল তারা দিয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। পঞ্চম মিনিটেই গোল করে ভিয়েতনামকে এগিয়ে দেন ফাম। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সতীর্থ টিআইএইচ নগুয়েন।  
বিরতি থেকে ফিরে আক্রমনের ধার বাড়িয়ে দেয় ভিয়েতনামের নারীরা। ৬৫ মিনিটে তৃতীয় গোল করেন টিডি ট্রান। ৭১ মিনিটে টিবিটি নগুয়েন গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়েতনাম। এরপর ৭৮ মিনিটে টিটি থি ৭ম এবং ৮০ মিনিটে ভিয়েতনামের হয়ে ষষ্ঠ গোল করেন টিবিটি নগুয়েন।
ম্যাচের ৮৭ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন পারভিন। এর আগে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে ৮-০ গোলের পরাজয় নিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ফটবল দল।