বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৩

অধিনায়ক হিসেবে অভিষেকে রেকর্ড গড়লেন শান্ত

ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। অভিষেকেই রেকর্ড বইয়ে নাম তুলেছেন শান্ত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শান্ত। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে টপকে সর্বোচ্চ রানের মালিক এখন শান্ত।
১৯৯৮ সালের মে মাসে ত্রিদেশীয়  সিরিজে মোহালিতে ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকে ৫টি চারে ১২৬ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন আমিনুল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১০টি চারে ৮৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হলেন শান্ত।
বাংলাদেশের পক্ষে চতুর্থ অধিনায়ক হিসেবে অভিষেকে হাফ-সেঞ্চুরির দেখান পান শান্ত। এর আগে আমিনুল ইসলাম, হাবিবুল বাশার ও সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে অভিষেকে হাফ-সেঞ্চুরি করেন।