বাসস
  ০৭ জুন ২০২৪, ১৮:৩১

প্রথম জয়ের সন্ধানে ইংল্যান্ড; দ্বিতীয় জয়ে চোখ অস্ট্রেলিয়ার

ব্রিজটাউন, ৭ জুন ২০২৪ (বাসস) : টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইতোমধ্যে বিশ্বকাপের মঞ্চে ১টি করে ম্যাচ শেষ হয়েছে দু’দলের। অস্ট্রেলিয়া জয় পেলেও, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংলিশদের। এজন্য প্রথম জয়ের সন্ধানে কাল মাঠে নামবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার  মধ্যকার ম্যাচ।
নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্রিজটাউনে অনুষ্ঠিত এ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। তবে  ম্যাচে চ্যালেঞ্জের মুখে পড়েছিলো ইংলিশরা। বৃষ্টির কারনে ১০ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান করে স্কটল্যান্ড। এরপর বৃষ্টি আইনে ১০ ওভারে ১০৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট পায় ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের ইনিংস শুরুর আগে আবার বৃষ্টি শুরু হলে, ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় জশ বাটলারের দলকে।
বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাতে চায় না ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি  অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা পয়েন্ট হারিয়েছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ ২ পয়েন্ট চাই আমরা। জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজেই জয় আসবে না। ব্যাটার-বোলারদের সেরা পারফরমেন্স করতে হবে। প্রথম ম্যাচে বোলারদের পারফরমেন্স ভালো হয়নি। আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বোলাররা ভালো করবে এবং দলের জয়ে বড় অবদান রাখবে।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুই পেসার মার্ক উড ও জোফরা আর্চার ভালো বল করলেও, বেশি রান দিয়েছেন মঈন আলি, ক্রিস জর্ডান ও আদিল রশিদ। ২ ওভার করে বল করে মঈন ১৫, জর্ডান ২৪ ও টি-টোয়েন্টির এক নম্বর বোলার আদিল দেন ২৬ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলাররা ভালো করলে, ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে বলে মনে করেন বেয়ারস্টো। তিনি বলেন, ‘বোলাররা ভালো করলে, ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে। প্রথম ম্যাচে বোলাররা বেশি রান দিয়েছে। এজন্য বোলারদের আরও সচেতন হতে হবে এবং ইকোনমি রেটের দিকে নজর দিতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা আক্রমনাত্মক ক্রিকেট খেলে থাকে। তাই এ ম্যাচে বোলারদেরই বড় ভূমিকা রাখতে হবে।’
এদিকে, ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করে অস্ট্রেলিয়া। জয় পেতে বেগ পেতে হয়নি অসিদের। প্রথমে ব্যাট করে মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া। এরপর ৯ উইকেটে ১২৫ রান করে ওমান। ৩৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অসিরা।
প্রথম ম্যাচে দলের ব্যাটিং-বোলিং পারফরমেন্সে সন্তুষ্ট  অস্ট্রেলিয়া অলরাউন্ডার স্টয়নিস। তিনি বলেন, ‘ওমানের বিপক্ষে আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল্।ো পারফরমেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা। ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে। ইংল্যান্ড ভারসাম্যপূর্ণ দল। আশা করছি, দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সত্যি বলতে যে দল ভালো খেলবে, জয়ের হাসি তাদের মুখেই ফুটবে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এরমধ্যে অসিদের জয় ১০ ম্যাচে এবং ইংলিশদের জয় ১১ ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপে চারবারের দেখায় ইংল্যান্ড ২টিতে ও অস্ট্রেলিয়া ১টিতে জয় পায়। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০০৭ সালে অস্ট্রেলিয়া এবং ২০১০ ও ২০২১ সালের বিশ^কাপে জয় পেয়েছিলো ইংল্যান্ড। ২০২২ সালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
ইংল্যান্ড দল : জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।
অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এডাম জাম্পা, অ্যাস্টন আগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।